AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে ২.৩৫০ কেজি ওজনের স্বর্ণের বারসহ ১ পাঁচারকারি আটক


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
বেনাপোলে ২.৩৫০ কেজি ওজনের স্বর্ণের বারসহ ১ পাঁচারকারি আটক

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাঁচারকালে আবারও ২.৩৫০ কেজি ওজনের ৫টি স্বর্ণের বারসহ কদম আলী (৩৫) নামে এক স্বর্ণ পাঁচারকারি আটক হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) সকাল সাড়ে ৭ টার সময় বেনাপোল কাঁচাবাজার এলাকা থেকে তাকে এ স্বর্ণের বারসহ আটক করেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানী সদর ক্যাম্পের সদস্যরা।

আটককৃত কদম আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের আজিজুর রহমানের ছেলে। এ বিষয়ে বেনাপোল কোম্পানী সদর ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টুআইসি মেজর  ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল কাঁচাবাজার প্রধান সড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত অভিমুখে গমনকারী মোটরসাইকেল আরোহী কদম আলীকে আটক করা হয়। পরে, তার প্যান্টের পকেটে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ টি (২৪ ক্যারেট) স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সর্বমোট ওজন ২.৩৫০ কেজি এবং সিজার মূল্য ২,৩৮,০৫,৫০০/-(দুই কোটি আটত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা।

আসামীসহ আটককৃত স্বর্ণ মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করা হবে বলে জানান তিনি। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক সোহেল আল মুজাহিদ, বেনাপোল কোম্পানী সদর ক্যাম্পের কমান্ডার’ সুবেদার আতাউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মাত্র ২০ ঘন্টা পূর্বে বেনাপোল সীমান্তের আমড়াখালী ব্রীজের পশ্চিম পার্শ্ব হতে ৪.৫৫৭ কেজি ওজনের ১৯ টি স্বর্ণের বারসহ নড়াইল জেলার মাহফুজ মোল্লা (২৬) নামে আরেক স্বর্ণ পাঁচারকারিকে আটক করেছেন এ বিজিবি
ব্যাটালিয়নের সদস্যরা। সবমিলিয়ে স্বর্ণচালান দুইটি একই মানের (২৪ ক্যারেটের)। এ নিয়ে দু’দিনে বেনাপোল সীমান্তে উদ্ধার হয়েছে ৬.৯০৭ কেজি ওজনের স্বর্ণের বার।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!