নরসিংদীর পলাশে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: শহীদুল্লাহ্`র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আলম মোল্লা, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র দত্ত।
আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাজী জাহিদ, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, জামায়াতে ইসলামী পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম সিকদার, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইসমাইল খায়েরী, উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ, চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার পূজা উদযাপন কমিটি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম এবং ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এ বছর উপজেলার ৪২টি দুর্গাপূজা মণ্ডবে পূজা হবে। এ উপলক্ষে পূজাণ্ডবগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :