চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ১৬২টি মন্দির পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্ততি নেওয়া হয়েছে।
এ উপলক্ষে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি পূজা মন্ডপে মন্দিরের স্বেচ্ছাসেবক সদস্যদের পাশাপাশি পুলিশ, আনসার ও যৌথ বাহিনী মোতায়েন থাকবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটিতে অরূপ চৌধুরীকে আহ্বায়ক ও হারাধন দাশকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক শিবু চৌধুরী, সুমন দাশ, লিটন দে, সদস্য ডাক্তার দয়াল হরি শীল, ডাক্তার সন্তোষ কুমার শীল, ওম প্রকাশ দে সাজু দাশ, রনি কান্তি দাশ, অরূপ নাথ, ওম প্রকাশ দে, জয় চক্রবর্তী, নয়ন তালুকদার, মাস্টার রাজীব দত্ত, ডাক্তার দীপক শীল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :