AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে গৌরবের মৃত্যু


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
০১:১৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে গৌরবের মৃত্যু

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে গৌরব বিশ্বাস (২০) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়।

মৃত, গৌরব বিশ্বাস নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিহত, কলেজ ছাত্র গৌরব বিশ্বাস। নিজেদের বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে গৌরব বিশ্বাস মিটারের সঙ্গে সরবরাহ লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ঘর পাশে টিউবয়ের উপর গিয়ে পড়ে মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে এ অবস্থায় সজনা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। নিহত গৌরব বিশ্বাস সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এই এস সি পরীক্ষা দিয়েছেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়, তবে পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!