AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভার শিল্পাঞ্চলে শ্রমিকদের সড়ক অবরোধ, আজও বন্ধ কিছু কারখানা


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৫:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সাভার শিল্পাঞ্চলে শ্রমিকদের সড়ক অবরোধ, আজও বন্ধ কিছু কারখানা

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুই কারখানার শ্রমিকরা। এর জেরে আশপাশের ২০-২২টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেয় শ্রমিকরা। 

তবে বিভিন্ন কারণে আজও শিল্পাঞ্চলের ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে উৎপাদন বন্ধ ছিল ১৬টি কারখানায়। এরমধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ১০টি ও ছয়টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বন্ধ ও ছুটি থাকা কারখানার মধ্যে বেশিরভাগই তৈরি পোশাক কারখানা। এছাড়াও অন্যান্য কারখানাও রয়েছে।

সূত্র বলছে, শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ কারখানার মধ্যে রয়েছে লুসাকা গ্রুপের বেক নীটওয়্যার লিমিটেড, বেক সোয়েটার লিমিটেড, মন্ডল নীটওয়্যার লিমিটেড, এনভয় গ্রুপের এনভয় ফ্যাশন লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড, আঞ্জুমান ডিজাইন লিমিটেড, দ্য রোজ ড্রেসেস লিমিটেড।

এছাড়া স্ব-বেতনে কারখানা ছুটি আছে, কাজ বন্ধ আছে কিংবা শ্রমিকরা চলে গেছে এমন কারখানার মধ্যে রয়েছে- ম্যাংগোটেক্স লিমিটেড, গ্লোরিয়াস সান ফ্যাশন, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, টেক্সটাউন লিমিটেড, জেনারেশন নেক্সট, স্কাইলাইন গার্মেন্টস লিমিটেড, স্কাইলাইন অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস, নিউএইজ গার্মেন্টস, সিডকো লিমিটেডসহ মোট ৩৭টি পোশাক কারখানা।

শিল্প সংশ্লিষ্টরা জানায়, সকালের দিকে বন্ধ কারখানা খুলে দেওয়া ও কারখানায় শ্রমিক মারধরের অভিযোগে বিক্ষোভ করে মন্ডল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা আশুলিয়ার বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় অবরোধ করে। একপর্যায়ে মন্ডল নীটওয়্যার লিমিটেডের ভবন মালিক রাজিব ও তাদের লোকজন কারখানার দুইজন শ্রমিককে মারধর করেছে অভিযোগ তুলে রাজিবের বাসায় হামলা করে ও কারখানার সামনে বিক্ষোভ করে। এতে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর জেরে ওই এলাকায় বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।

এদিকে ওই একই এলাকায় সকালের দিকে নিম্নতম মজুরি ২২ হাজার ও অপারেটরের ২৫ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে লুসাকা গ্রুপের কারখানার শ্রমিকরা। দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

মন্ডল নীটওয়্যার লিমিটেডের এক শ্রমিক বলেন, মালিকপক্ষ গত বৃহস্পতিবার আমাদের সব দাবি মানা হবে বলে জানায়। কিন্তু আজকে দেখি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কেন বন্ধ হলো সেই জবাব চাই। এজন্য আমরা সড়ক অবরোধ করেছি।

শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩ (১) ধারায় মোট ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে দশটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ছয়টিতে সাধারণ ছুটি রয়েছে। 

তিনি বলেন, মন্ডল গার্মেন্টস ও লুসাকা গার্মেন্টসে আন্দোলনের কারণে আধা বেলা কাজ করার পর আরও ১৫-১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এরমধ্যে লুসাকা গার্মেন্টসের শ্রমিকরা হেল্পারের ২২ হাজার টাকা মজুরি ও অপারেটরের ২৫ হাজার টাকা বেতন দাবি করেছে। মন্ডলের শ্রমিকরা শ্রমিকদের লুকিয়ে রেখেছে দাবি করেছে, আসলে তেমনটি নয়। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!