বরগুনার আমতলীতে পরিবারের সব সদস্যকে বেঁধে হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিকের ঘরের নগদ ৪ লক্ষ ৪৮ হাজার টাকা ও ১০ ভরি অলংকার লুট করে নিয়েছে ডাকাত চক্র। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুড়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে।
জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ কামরুল হাসান সেতু মল্লিকের বাড়ীতে শুক্রবার দিবাগত গভীর রাতে মুখোশধারী ১০-১২ জনের ডাকাতদল ঘরের পিছনের টিনের বেড়া কেটে প্রবেশ করে। তারা পরিবারের সকল সদস্যকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা ৪ লক্ষ ৪৮ হাজার টাকা, ১০ ভরি স্বর্নালংকার ও ছয়টি মোবাইল ফোন নিয়েছে বলে দাবী করেন ইউপি সদস্য কামরুল হাসান সেতু মল্লিক।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের েেগ্রফতারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :