নাটোর চকবৈদ্যনাথ এলাকায় যুবলীগ কর্মী কোয়েলের বাবা আমিনুল ইসলামকে গণপিটুনি দিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহত আমিনুলের ছেলে যুবলীগ কর্মী বলে জানান স্থানীয়রা।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যাসহ কয়েকটি মামলায় অভিযুক্ত আমিনুল ইসলাম আজমকে গণপিটুনি দেন এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে চাপাতি উদ্ধার করে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
ওসি বলেন, ‘আজম সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
তবে এ বিষয়ে আহত আজম জানান, তিনি রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনে সান্তাহার যাওয়ার জন্য রোববার সকালে নাটোর স্টেশনে যান। এ সময় স্টেশন থেকে কিছু যুবক তাকে তুলে নিয়ে চক বৈদ্যনাথ এলাকায় তার বাড়ির পাশে নিয়ে যান। এরপর তাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :