AB Bank
ঢাকা রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৭:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
কালাইয়ে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জয়পুরহাটের কালাইয়ে অপহরণ, মুক্তিপণ দাবি ও গণধর্ষণের মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার থানা এলাকা থেকে মো. সুজন মিয়া (১৮) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তার হেফাজতে থাকা ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সুজন মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা মো. মজিবর রহমানের ছেলে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জয়পুরহাট জেলা পুলিশ সুপারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ সেপ্টেম্বর ভিকটিমের পিতা জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ, মুক্তিপণ দাবি ও গণধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত এই অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিলে ২১ সেপ্টেম্বর কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ধারায় মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর কালাই থানা পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালায়। এরই অংশ হিসেবে শনিবার সাভার থানা এলাকা থেকে এজাহারভুক্ত প্রধান আসামি সুজন মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।

মামলার আরেক আসামি মো. জাহিদ (২০) এখনও পলাতক, তবে তাকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত সুজন মিয়াকে আদালতে হাজির করা হয়েছে এবং ভিকটিমের জবানবন্দী রেকর্ড ও স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াও শুরু হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!