জয়পুরহাটের আক্কেলপুরে ডেঙ্গু রোগ বিস্তার প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলমের নেতৃত্বে পৌর এলাকার কলেজ গেট, হাসপাতাল মোড়, রেল স্টেশনে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদ রানা, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী, পৌর বিএনপি নেতা ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজ আহম্মেদ, মোবাশে^র হোসেন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডেঙ্গু রোধ প্রতিরোধ করা সম্ভব। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ, মাইকিং এর ম্যাধমে প্রচারণাসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবিষয়ে নানা কার্যক্রম চলমান রয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :