নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে শাহ সুফি বোরহান উদ্দিন বাগদাদী (রহঃ) মাজার মসজিদ, দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের প্রচীর ও ভবন নির্মাণে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এই মানববন্ধন ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী।
এসময় বক্তরা বলেন, গত কয়েক বছর আগে মাদ্রাসার পুরাতন ভবন কৌশলে ভেঙে ফেলা হয়। পরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের পূনরায় নতুন ভবন নির্মাণে বাঁধা প্রদান করছে প্রতিপক্ষরা। ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে মসজিদের দ্বিতীয় তলায় মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এবং শিক্ষার্থী মসজিদে রাত্রী যাপন করছে। এতে দূর্ভোগে পড়েছে। তাই দ্রুত সমস্যা নিরসন করে নতুন ভবন নির্মাণে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।
এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুল রহমান, মধুবাড়ি মাদ্রাসার সুপার আব্দুল হাকিম, সহকারী তোফাজ্জল হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আজম আলী প্রমূখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :