মদনে আসন্ন শারদীয়া দুর্গোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
সভায় জানানো হয়, আযান ও নামাজের সময় মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে হবে। পূজা চলাকালীন পূজা সম্পর্কিত গান পরিবেশন করতে হবে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেনাবাহিনী, পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মদন সেনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন মোঃ শাহাদাৎ হোসেন, ওসি নাহিদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক জামায়েত উপজেলা আমীর মোঃ ইদ্রিছ আলী, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোঃ আনোয়ার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম ফিরোজ খান, পূজা উৎযাপন কমিটির সভাপতি সুশীল পাল, সাধারণ সম্পাদক বিমান বৈশ্য, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন লাল সরকার, সাধারণ সম্পাদক সুরজিত রায় সংগ্রাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রিমি ফেরদৌসী, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, সাংবাদিক দেবল সরকার প্রমূখ।
এছাড়াও সভায় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা পরিষদের সভাপতি স্বপন পাল জানান, `চলতি বছর মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :