গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাম্পত্যে কলহে স্বামীর সাথে অভিমান করে বিষাক্ত তরল জাতীয় পদার্থ পান করে মোসলেমা বেগম (২৫) নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
মৃত মোসলেমা বেগম উপজেলার গোপালপুর গ্রামের হামিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়,মোসলেমা বেগমের সাথে স্বামী হামিদ মিয়ার দীর্ঘদিন ধরে দাম্পত্যে কলহ চলে আসছে।এরই জের ধরে গত রোববার সন্ধ্যায় স্বামীর ওপর রাগে ক্ষোভে পরিবারের সকলের অজান্তে ঘরে থাকা চুলকালো করার দুলহান নামের বিষাক্ত তরল পদার্থ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটতে থাকলে ওইরাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে থানায় একটি অপমুত্যু মামলা রুজু করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :