AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ


গলাচিপায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

গলাচিপা উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতকে ঘূষ, দূনর্ীতির আখড়ায় পরিনত করেছে পেশকার মো.জাফর। তার বিরুদ্ধে গলাচিপার সকল আইনজীবী ও আইনজীবী সহকারীরা পটুয়াখালী জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কোন মক্কেল এ আদালতে মামলা করলেই পেশকার জাফর ও সাথে থাকা সহযোগিরা বাদী ও বিবাদীর সাথে যোগযোগ করে অবৈধ অর্থ লেনদেন, ফৌ:কা:বি: ১০৭ধারা মামলায় ১ হাজার থেকে ২হাজার টাকা নিয়ে শোকজ নইলে তদন্ত, ১৪৪/১৪৫ ধারায় মামলায় দাখিলা ছাড়াই রিসিভার আদেশ, প্রয়োজনীয় কাগজ পত্র থাকা সত্বেও টাকা না পেলে মামলায় নম্বর না ফালানো, ফটোকপিতে ৫/৬শত টাকা, সই মহরের কপি নথিতে ৫হাজার থেকে ১০হাজার টাকা পেশকার জাফর নিয়ে থাকে। এতে তিনি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং পটুয়াখালী সদরে পাঁচ তলা ফাউন্ডেশনের ফ্লাট বাড়ী নিমার্ন, ব্যাংক ব্যালেন্স ও জায়গা কিনেছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জেলা প্রশাসকের নিকট দিলেও তদন্ত ভার দেয় ইউএনও উপর । তা কোন দিন  আলোর মুখ দেখেনি।

পেশকার শুধু লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেনটি তিনি পৌরসভার সহিদ সিকদারের স্ত্রী মিনারা বেগমের (৫০) (মক্কেল) গায়ে হাত দিয়ে গলাচিপায় সমালোচিত হন। তাও সেনা ক্যাম্পে অভিযোগ দিয়ে ইউএনও শালিসীর নামে ধামাচাপা দিলে তার বিচার হয়নি। এক কথায় গলাচিপার ২২আইনজীবী ও সহকারী আইনজীবীরা পেশকার জাফরের কাছে সকলে জিম্মি।

সিনিয়র এ্যাড. মোকলেছুর রহমান জানান, পেশকার জাফর মামলার ক্ষেত্রে আইনজীবী ও সহকারী আইনজীবীদের সহযোগিতা তো দূরের কথা  অসৎ আচরণ করতেও দ্বিধাবোধ করেন না।

গলাচিপা উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো.জাফর জানান, আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করতে পারেন।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, গলাাচিপা নিবার্হী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো.জাফরের বিরুদ্ধে এক্যাশন নিচ্ছি। 
 

একুশে সংবাদ/এনএস

Link copied!