সারাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা বন্ধ, প্রতিমা ভাংচুরের, হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণসহ আট দফা দাবিতে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২ অক্টোবর)বিকালে উপজেলার কালীগঞ্জ বাজারে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সমাবেত হয়ে কালিগঞ্জ বাজার দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে সরকারি শেখ রাসেল কলেজ রোড হয়ে পুনরায় কালিগঞ্জ বাজারে এসে বিক্ষোভে মিলিত হয়।
এ সময় ফেস্টুন ব্যানার হাতে নিয়ে সমাবেশে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে ছিলো- কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী কারও বাপ-দাদার’, ‘কুরুক্ষেত্রের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, সনাতনীরা জেগেছে’, ‘আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার মাটি আমার মা, ছেড়ে কোথাও যাব না’, ‘স্বাধীন দেশে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ও ‘বিচার চাই বিচার চাই, হামলাকারীর বিচার চাই।
বিক্ষোভ -সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু নেতা বিরেন্দ্র নাথ মৈত্র, উৎপল বিশ্বাস, প্রভাষ বৈদ্য, জয়দেব হালদার, আকাশ অধিকারী প্রমুখ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :