মহানবী হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজ শেষে চাঁচকৈড় ধানহাট মার্কাজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গুরুদাসপুর শাপলা চত্তরে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
জানা গেছে, নাটোরের গুরুদাসপুর আহলে সুন্নাহ ওয়াল জামায়াত পরিষদ ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। সেখানে উপজেলার হাজার হাজার ধর্মপ্রান মুসল্লী,শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। বিক্ষোভে অংশগ্রহনকারীরা ‘দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ইত্যাদি শ্লোগান ও লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তরা মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগীরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজিপি’র সংসদ সদস্য নিতেশ নারায়ন রানের ফাঁসি দাবী করেন। তারা বলেন, নবীর অপমান মেনে নেবো নেয়া যায়না। দ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। সরকারে প্রতি রাষ্ট্রিয়ভাবে নিন্দা ও ভারতের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ আহবান জানান তারা। তারা আরো বলেন, যুগে যুগে যারা রাসুলের নামে মিথ্যাচার করেছিল পরবর্তীতে তাদের অস্তিত্ব খুজে পাওয়া যায়নি অথচ রাসুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও পথসভায় বক্তব্য দেন-বক্তব্য রাখেন-চাঁচশিশা ইমদাদুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি মো.আব্দুল আহাদ,খুবজীপুর মহিলা মাদ্রাসার পরিচালক ইয়াছিন নুমানী,নুর একাডেমীর পরিচালক মওলানা জামিল আহম্মদ,চাঁচকৈড় বাজার মার্কাজ মসজিদ ও মাদরাসার নায়েবে মুহ্তামিম মওলানা ফরিদুল ইসলাম,খলিফাপাড়া ইসলাহুল উম্মা মাদ্রাসার মুতামিম মোহাম্মাদুল্লাহ রহমানী প্রমুখ। শেষে মুসলিম উম্মার শান্তি মামনায় বিশেষ দোয়া করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :