অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন মো. মতিউর রহমান শেখ। গত ২ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সাইদ’র সাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ এর প্রজ্ঞাপনে তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দেয়া হয়। তিনি পূর্বে পুলিশ স্টাফ কলেজে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে কর্মরত ছিলেন।
মতিউর রহমান শেখ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের হাফিজ উদ্দিন ডাক্তারের পূত্র। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ব্যবসা প্রশাসনে (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি লাভ করেন। ১২তম ব্যাচের বিসিএস কর্মকর্তা ১৯৯১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ইতোমধ্যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের পূর্ব তিমুর ও লাইবেরিয়ায় দায়িত্ব¡ পালন করেছেন। তিনি কল্যাণকর কাজের স্বীকৃতিস্বরুপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পদক পেয়েছেন। তার পরিবারে স্ত্রী ফারহানা মমতাজ, আনিকা তাহিসন ও তাহযীব রহমান নামে দুটি সন্তান রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :