বাংলাদেশ জাতীয়াবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি এ্যাড. আসলাম মিয়ার আহ্বানে রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে পৌর পূজা উদযাপন কমিটির সাথে সদর উপজেলা মিলনায়তনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আসলাম মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, রাজবাড়ী জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. খালেদ পাভেল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :