ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছোট-বড় ১১৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্যাপনা। প্রশাসনের থাকছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা। সকল পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি নিরাপত্তার জন্য থাকছে আনসার। আগামী ৭ অক্টোবর থেকে পূজা শুরু হবে। শারদীয় দুর্গাপূজা ৫ দিন অনুষ্ঠিত হবে।
কালিনগর গ্রামের বিনয় বিশ্বাস বলেন, পূজাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। এক বছর ঘুরে আবার শারদীয় দুর্গাপূজা আমাদের মাঝে এসেছে। পূজা উপলক্ষে প্রতিটা সনাতন ধর্মলম্বীদের বাড়িতে তৈরি করা হয়েছে নাড়ু, খই, মুড়ি। প্রতিটা বাড়ির সদস্যদের জন্য কিনা হয়েছে নতুন জামা কাপড়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল মন্ডল বলেন, উপজেলায় মোট পূজা মন্ডপ রয়েছে ১১৯টি। পূজা মন্ডবে মোট ৭৩২ জন আনসার নিরাপত্তা হিসেবে কাজ করবে। বাজারের পূজা মন্ডপ গুলোয় থাকবে ৮ জন করে আনসার সদস্য। গ্রাম অঞ্চলের পূজা মন্ডপ গুলোই থাকবে ৬ জন করে আনসার সদস্য।
ওসি তদন্ত মজিবুল রহমান বলেন, পূজা মন্ডপ গুলো পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন করা হবে। ১১৯ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ১১৯ টি পূজা মন্ডপে ৭৩২ জন আনসার ভিডিপি মোতায়ন করা হবে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম রসুল বলেন, বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিবারের মতো এবারো বোয়ালমারী উপজেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বোয়ালমারী পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।
প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম রসুল। তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে ও নির্বিঘ্নে উদযাপিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :