AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরে বিএনপির মতবিনিময় সভায় হাজারো মানুষের ঢল


Ekushey Sangbad
দেলোয়ার হোসেন
০৯:৪১ পিএম, ৫ অক্টোবর, ২০২৪
শিবচরে বিএনপির মতবিনিময় সভায় হাজারো মানুষের ঢল

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বৈরী আবহাওয়া মধ্যে দুর্গম চরে এ সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণ করেন।  শনিবার (৫ অক্টোবর) বিকেলে চরজানাজাত ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বেপারী বাজার (পদ্মার নতুন চর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চরজানাজাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোতালেব বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এড. নাসির উদ্দিন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী। 

এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাধারন সম্পাদক রোমা আক্তার, ঢাকা রামপুরা  ঌ৮ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি ইউনুস বেপরী, মাদারীপুর জেলার কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টিপু, শিবচর উপজেলা বিএনপির নেতা হাজী আঃ মান্নান খাঁনসহ সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীগনসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরন করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সকল ছাত্র-জনতার  আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে।

বক্তারা আরো বলেন, দেশে এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। সকল কে সাবধানতা অবলম্বন করে মোকাবিলা করতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত কে শক্তিশালি করার আহবান জানান সভায় উপস্থিত বক্তারা। 

পরে এই বেপারি বাজার (নতুন চর) এ বিএনপি ক্লাব উদ্বোধন ও প্রতি শুক্র ও সোমবার হাট বসার ঘোষণা দেন প্রধান অতিথি নাদিরা মিঠু চৌধুরী।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!