খুলনায় যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে ইয়াবা সম্রাট সজিব ইসলামসহ ৫ জন। সোমবার (৭ অক্টোবর) মহানগরীর চানমারি ও রূপসা এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার হয়েছে ১,৬১৭ পিস ইয়াবা, ৩ রাউন্ড ব্ল্যাঙ্ক কার্টিজ, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও একটি রাম দা।
নৌবাহিনীর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধারে পরিচালিত এই অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চানমারি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট মো: সজিব ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে উল্লেখিত মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। সজিবের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে এবং তিনি ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলীর ছেলে।
সজিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসা এলাকা থেকে আরও চারজনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছে নতুন বাজার এলাকার মো: ফয়েজ রাব্বী (২৯), চানমারি এলাকার ইয়াকুব মোল্লা (৪২), দাকোপ উপজেলার মো: জিয়ারুল ইসলাম (২১) এবং রূপসার মোহাম্মদ তোয়েব আলীর মেয়ে জামিলা বেগম (৩৮)।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গিয়াস জানান, যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :