AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে ২৯ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত


ঘোড়াঘাটে ২৯ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত

সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ বছর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১ টি, বুলাকীপুর ইউনিয়নে ৫ টি, পালশা ইউনিয়নে ৩টি ও সিংড়া ইউনিয়নের ১০ টি সহ মোট ২৯টি মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর মন্দির গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

পূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২৯টি মন্দিরে প্রতিমা তৈরীর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। কারিগররা হাতের নিপুণ ছোঁয়া ও মনের মাধুরী মিশিয়ে তৈরী করেছেন দুর্গা, মহাদেব, লক্ষী, গনেশ, , কার্তিক,স্বরসতী, প্রতিমা। প্রতিমাগুলোতে বর্তমানে কারিগররা তুলির শেষ আঁচর আঁকতে ব্যস্ত সময় পার করছেন। ৯ অক্টোবর ষষ্ঠী  পূজা মধ্য দিয়ে   শুরু হয়ে ১৩  অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

ঘোড়াঘাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু জানান, দুর্গা পূজা সুশৃঙ্খল, আনন্দ, উৎসব মনোমুগ্ধকর পরিবেশে উদযাপন হওয়ার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক গঠন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া জানান, শান্তিপূর্ণ পুজা উদযাপনে মন্দির গুলোতে সরকারিভাবে ইতিমধ্যে ৫শ কেজি করে চালের বরাদ্দ দেয়া হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হক  জানান, দুর্গা পূজা সফল ও সুষ্ঠু  ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। মন্দিরগুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য পুরুষ ও মহিলা মোতায়েন থাকবে। সার্বক্ষণ ২৯ টি দুর্গা পূজার মন্ডপ মনিটরিং করা হবে।  এছাড়াও মন্দির কমিটির দায়িত্বে স্বেচ্ছাসেবকগণ আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহযোগি হিসেবে পুজা মণ্ডপ গুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। 

একুশে সংবাদ/ এস কে 


 

Link copied!