AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার টাকা


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৭:০১ পিএম, ৮ অক্টোবর, ২০২৪
কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার টাকা

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় ৭ হাজার টাকায়। ইলিশ মাছটির ওজন ২ কেজি ২৮০ গ্রাম, বিক্রি হয়েছে ৬ হাজার ৮৪০ টাকায়।

আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা এলাকার জেলে মোঃ আলমাসের জালে ধরা পড়ে ইলিশটি।

কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস নামের আড়তে মাছটি নিয়ে আসলে নিলামে ১ লাখ ১৫ হাজার টাকা মন দরে ২ কেজি ২শ’ ৮০ গ্রাম ওজনের মাছটি ৬ হাজার ৮শ’ ৪০ টাকায় এক মাছ ব্যবসায়ী মোঃ হাসান ইলিশটি কিনে নেন। মাছটি এক পলক দেখতে অনেকেই ভিড় করেন।

জেলে মোঃ আলমাসের জালে ধরা পড়া মাছটির উদ্দেশ্যে বলেন, সাগরে গিয়ে অন্যান্য সময়ের মতো হাইর নামক স্থানে জাল ফেলি এসময় এই বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছ ধরা পরলে একটু বেশি দামে বিক্রি করা যায়।  সাগরে সচারাচার এমন বড় সাইজের ইলিশ এখন আর ধরা পড়ে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এতো বড় সাইজের ইলিশ এই বাজারে খুব কমই পাওয়া যায়। বড় মাছ ধরা পড়লে জেলেরা খুব খুশি হয় আর আমরাও আনন্দ পাই।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বড় সাইজের ইলিশ ধরা পড়ার খবরটি খুবই ভাল। এই বড় মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি জমে গভীরতা কমে যাচ্ছে আর ইলিশ চলাচলে বাঁধা প্রাপ্ত হচ্ছে। তাই সমুদ্রের মোহনার নাব্যতা ঠিক রাখতে খনন করা দরকার । এছাড়া জালের প্রশস্ততা বাড়ালে এধরনের মাছ বেশি ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!