শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান,এএফডব্লিউসি,পিএসসি।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম,পিপিএম(বার)পিএসসি, সহকারি কমিশনার(ভূমি) মোঃ মামুন শরীফ,শ্রীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহদি হাসান ও শ্রীপুর থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্গাপূজা উপলক্ষে সরকারের নির্দেশনা তুলে ধরে বলেন, সকল পূজামণ্ডপকে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরার আওতায় আনতে হবে, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে, পূজামণ্ডপের এক কিলোমিটারের মধ্যে কোন পাগলকে ঢুকতে দেয়া যাবে না । যেকোন দূর্যোগ মোকাবলায় ফায়ার সার্ভিসকে এবং নিরবিছন্ন বিদ্যুৎ রাখার বিষয়েও বিদ্যুৎ বিভাগকে সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও যানবাহন চলাচলের বিষয়ে পুলিশকে ট্রাফিক ব্যবস্থা জোরদারের আহবান জানান তিনি।
সভায় উপজেলার ৮ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সকল দপ্তরের সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :