“সচেতন চাষী,সমৃদ্ধ কৃষি”এশ্লোগানকে সামনে নিয়ে মঙ্গলবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় সিনজেনটা এগ্রো বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক, বিসিআইসি ডিলার ও সিনজেনটা এগ্রোর পরিবেশকদের অংশগ্রহনে নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকরণ প্রভাব বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ সালমা জাহান নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে সিনজেনটা এগ্রো বাংলাদেশ লিমিটেডের উৎপাদিত পণ্যের গুনগত মান বিষয়ক মূল প্রবন্ধ ও নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকরণ প্রভাব বিষয়ে উপস্থাপণ করেন সিনজেনটার কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর মোঃ জামাল হায়দার ।
নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকরণ প্রভাব ও এর প্রতিকার নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ সালমা জাহান নিপা, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিবুর রহমান,উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিজন কৃষ্ণ বিশ্বাস, মাগুরার টেরিটরি অফিসার মাসুদুর রহমান,বিসিআইসি ডিলারের প্রতিনিধি আসাদুজ্জামান ও সিনজেনটার পরিবেশক রতন সাহা।
আলোচকগণ এসময় বলেন,গুনগত ভাল মানের আসল পণ্যের দাম সব সময় একটু বেশী থাকে। পণ্যের দাম একটু বেশী হলেও এর কার্যকরীতা অধীক। আসল ভেজালহীন পণ্য কিনে ক্ষেত-খামারে প্রয়োগ করতে পারলে অধীক ফলন পাওয়া সম্ভব । আর নকল ও ভেজাল চক্রের নিকট থেকে স্বল্পমূল্যে নিম্নমানের ভেজাল ও নকল উপকরণ কিনে ফসলে প্রয়োগ করলে ফসলের তো কোন উপকার হবেই না বরং চাষীকে প্রতারিত হতে হবে। বক্তব্যকালে অনেকেই আরোও বলেন, বাজারে সিনজেনটার মালের মূল্য একটু বেশী হলেও এর গুণগত মান অধীক। সূর্য্যের আলোতে মোড়কের গায়ের নমূনা শনাক্ত করে সিনজেনটার আসল উপকরণ সংগ্রহ করে ফসলে প্রয়োগের বিষয়েও চাষীদের পরামর্শ প্রদান করা হয় ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :