সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে এক ঐতিহ্যবাহী দাবা খেলার প্রতিযোগিতা ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে।
এতে সভাপতি শাহিন রেজা ও সাধারণ সম্পাদক এমদাদুল হক আয়োজিত, খেলার অংশগ্রহণকারী সকল খেলোয়াড় এন্ট্রি ফিস ৫০ টাকা জমা দিতে হবে। খেলা নক আউট পদ্ধতি ও আন্তর্জাতিক পদ্ধতিতে এবং টার্চ এন্ড মুভে হবে।
খেলার শুরুতে ২ সৈনিক একসাথে দেওয়া যাবে না। রাজা গুটি শূন্য হলে ১৬ চালের মধ্যে খেলা শেষ করতে হবে। ১ম ও ২য় রাউন্ডে ৩ টি খেলা অবশ্যই ৩ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং যেকোনো সমস্যার সমাধান কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে। আগামী ১৪ অক্টোবর সোমবার দুপুর ১২ টা থেকে দাবা প্রতিযোগিতা প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় রাউন্ড ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল ১৬ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। এছাড়াও ২য় রাউন্ডের বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে খেলার পিকচার নির্ধারন করা হবে। সেমিফাইনাল ১৯ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। এবং কোয়ার্টারফাইনালে বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে খেলার পিকচার নির্ধারন করা হবে।
ফাইনাল খেলা সেমিফাইনালের বিজয়ীদের মধ্যে ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :