বরিশালের উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে ৭৫ বছরের বৃদ্ধা মনোয়ারা বেগমকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধা এখন বিভিন্ন বাড়িতে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় ও থানার অভিযোগ সুত্রে যানাজায় উপজেলার ওটরা গ্রামের মৃত চেরাগ আলী ঘরামীর স্ত্রী মনোয়ারা বেগম (৭৫) তার ছেলে শাহিন ঘরামীকে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি আধাপাকা ঘড় নির্মাণ করে বসবাস করে আসছেন।
এ ব্যাপারে বৃদ্ধার ছেলে শাহিন ঘরামী জানান সংসারে অভাব অনটনের কারনে চাচাতো ভাই চুন্নু ঘরামীর কাছ থেকে কয়েক বছর পূর্বে সুদ বাবদ ১০ হাজার কখোনো ৫ হাজার করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করি। পরবর্তীতে ৫ শতাংশ জমি লিখে নেওয়ার কথা বলে জোর পূর্বক সব জমি লিখে নিয়েছেন বলে প্রচার করছেন। এমন কি আমার বৃদ্ধ মাকে তার বসবাসকৃত ঘড় থেকে বের করে দেয়।
মনোয়ারার সৎ ছেলে লাল মিয়া ঘরামী জানান তার মা বাদি হয়ে উজিরপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। তিনি এখন মানবেতর জীবনযাপন করছে। অভিযুক্ত জুয়েল ঘরামী জানান তারা শাহিন ঘরামীর কাছ থেকে ৪ বছর পূর্বে ঘড় সহ ১৩ শতাংশ জমি ক্রয় করেছেন। তবে দলিলে কোথায়ও ঘর বিক্রির কথা উল্লেখ নেই। স্থানীয় নুরে আলম চৌকিদার জানান বৃদ্ধ মনোয়ারাকে ঘড় থেকে বের করে দেওয়া চরম অন্যায়। ঘড় বিক্রির কথা আমি শুনিনায়।
উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :