AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৬:০৯ পিএম, ৯ অক্টোবর, ২০২৪
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাহাত আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার আশারামপুর গেইট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নরসিংদী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ শহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহাত আলী দিনাজপুরের চিরিরবন্ধর থানার নওকৌড় এলাকার আইজার রহমানের ছেলে এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুতের খুটি সংস্থাপনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িড ইনচার্জ শহিদুল হক জানান, রায়পুরার আশারামপুর গেইট বাজার এলাকায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঠিকাদারি প্রতিষ্ঠানে বিদ্যুতের খুটি সংস্থাপনে শ্রমিকের কাজ করছিল রাহাত। পরে কাজের এক পর্যায়ে ক্লান্ত হয়ে বিশ্রাম করতে রেল লাইনের উপর শুয়ে ঘুমিয়ে পরেন। 

এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সোয়া ১১ টার দিকে আশারামপুর গেইট বাজার এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে কাটা পরে শরীর পেট থেকে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা রাহাত আলী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয় এবং তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

মেথিকান্দা রেলওয়ে স্টেশন মাস্টার আশরাফ আলী জানান, বেলা সোয়া ১১ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা যায়। পরে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদহ উদ্ধার করে নিয়ে যায়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!