`ইলিশ হলো মাছের রাজা, মা ইলিশ ধরলে হবে সাজা` এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ (১৩ অক্টোবর-৩ নভেম্বর) উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র`র সভাপতিত্বে ও রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলার দায়িত্ব প্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির প্রতিনিধি সহ জেলেরা।
এ-সময় উপজেলার জেলেদেরকে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) নদীতে ইলিশ ধরা বন্ধ রাখতে বলা হয়েছে। প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জেলেদের ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :