চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় এক মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার ঘটনায় মিজানুর রহমান মিজু নামে এক মাদক ব্যবসায়ী গণপিটুনিতে নিহত হয়েছে। আইন-শৃংখলা বাহিনীকে মাদক ব্যবসার তথ্য দেয়ার জের ধরে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যাদুপুর নদী ঘাট থেকে একই নৌকায় বালিয়াডাঙ্গা আসছিলেন মসজিদের ইমাম মোহাম্মদ হোসেন ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজু। নৌকাটি বালিয়াডাঙ্গা ঘাটে পৌছলে মোটরসাইকেল নিয়ে নৌকা থেকে নামার সময় ইমাম মোহাম্মদ হোসেনকে পেছন থেকে হাসুয়ার আঘাত করে মিজু। এসময় ইমামকে বাঁচাতে এগিয়ে আসলে হারুন নামে নৌকার এক যাত্রীও মিজুর হামলার শিকার হয়ে আহত হন। এসময় মিজু নদী সাঁতরে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়। পরে ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশ গিয়ে মিজুকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম জাকারিয়া জানান, প্রাথমিকভাবে জানা গেছে আইন-শৃংখলা বাহিনীকে মাদক ব্যবসার তথ্য দেয়ার জের ধরে মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে হাঁসুয়ার আঘাতে কুপিয়ে জখম করে মিজানুর রহমান মিজু। এই ঘটনার জের ধরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। গুরুতর আহত ইমাম মোহাম্মদ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তের পর এবিষয়ে বিস্তারিত জানাতে পারব। এঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :