নরসিংদীতে অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির মরদেহ (৪০) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মধ্যশীলমান্দী এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষনিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি শেখেরচর ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, মধ্যশীলমান্দি সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
শেখেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা শেষে এই নির্জন স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। আমরা নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকারীদের শনাক্ত করতে কাজ করছি, পরে বিস্তারিত বলা যাবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :