AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক : পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৫:২৫ পিএম, ১০ অক্টোবর, ২০২৪
সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক : পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের

পিরোজপুরের পুলিশ সুপার মো. খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন ‘আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। ধর্ম যার যার রাষ্ট্র সবার। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কোনো কথা নেই।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন পিরোজপুরের পুলিশ সুপার মো. খাঁন মুহাম্মদ আবু নাসের। বুধবার (৯ অক্টোবর) রাতে তিনি নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্ডপ সহ গুরুত্বপূর্ণ আরো পাঁচটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন মন্দিরের হিন্দু নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে নিরাপত্তার ব্যাপারে খোঁজ-খবর নেন।

পুলিশ সুপার মো. খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘আমি পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সব জায়গায় আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যার কথা শুনতে পাইনি। মন্দির পরিদর্শনকালে হিন্দু নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। তাঁরা নিরাপত্তার কোনো ঘাটতি পাননি। এমনকি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে ছিলেন।’

পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাই দেশের প্রতিটি ইঞ্চি মাটির পূর্ণ মৌলিক অধিকার আমাদের সবার। পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, আনসার সদস্যরা মাঠে রয়েছেন। উদ্দেশ্য একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে দুর্গা উৎসব পালন করা।’

এ সময় তাঁর সঙ্গে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান (ক্রাইম অ্যান্ড অপস), নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেছারাবাদ শাখার সভাপতি ও নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার প্রমুখ।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!