AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শালিখায় মাছ শিকার করতে গিয়ে নৌকা ডুবে দুই মৎস্যজীবীর মৃত্যু


Ekushey Sangbad
মনিরুল ইসলাম, শালিখা, মাগুরা
০৯:০৪ পিএম, ১০ অক্টোবর, ২০২৪
শালিখায় মাছ শিকার করতে গিয়ে নৌকা ডুবে দুই মৎস্যজীবীর মৃত্যু

মাগুরার শালিখায় মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টো্বর) সন্ধ্যায় শালিখা উপজলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের পাটভাড়া বিলে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের থৈপাড়া গ্রামের মৃত কুমারেশের ছেলে কমলেশ বিশ্বাস (৪৮) এবং  মৃত কালীদাসের ছেলে কনক বিশ্বাস (৫৩)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী পাটভাড়া বিলে ডিঙি নৌকাযোগে (তালের ডোঙা) মাছ শিকার করতে যায় কনক, রামপ্রশাদ, কমলেশ ও কমলেশের ৮ বছরের শিশুপূত্র দিপায়নসহ মোট চারজন। পরে বিলের মধ্যে ঝড় শুরু হলে রামপ্রসাদ ও ৮ বছরের শিশুপূত্র দিপায়ন সাঁতরে ডাঙায় উঠতে পারলেও নিখোঁজ থাকেন কমলেশ ও কনক বিশ্বাস। পরে খোঁজাখুজি করে ওই দিন রাতে কনকের লাশ উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে কমলেশের উদ্ধার করা হয়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাযোগে দুই মৎস্যজীবী বাড়ির পার্শ্ববর্তী একটি বিলে মাছ শিকার করতে গিয়ে নিহত হয়েছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!