"মানবতার টানে ভয় নেই রক্তদানে,তুচ্ছ নয় রক্তদান,বাচাতে পারে একটি প্রাণ।" এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে চতুর্থ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় হৃদয়ে নান্দাইল একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষে আচারগাঁও ইউনিয়নের শিবনগর তালীমুল কুরআন নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
হৃদয়ে নান্দাইল এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন এর নেতৃত্বে দিনব্যাপী ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ে ২ শতাধিক মানুষের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এতে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ছাড়াও শিবনগর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জামতলা বাজারের ব্যাবসায়ী তাইজুল ইসলাম বলেন আমাদের গ্রামে এই রকম একটা আয়োজন করায় আমরা খুশি এবং আনন্দিত।
হৃদয়ে নান্দাইল এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম ইয়ামিন বলেন,চতুর্থ বারের মত আমাদের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।আমরা ২শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করেছি।আমাদের এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন হৃদয়ে নান্দাইল সংগঠনের অর্থ সম্পাদক শেখ শারাফাত পলাশ,কামরুজ্জামান রানা,সামিউল হাসান,আরিফুজ্জামান মামুন,মোশাররফ হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :