সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজন। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে ৫৮ টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের বিএনপির সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা : ছালেক চৌধুরী।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর, রসুলপুর, পাড়ইল ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে যান বীর মুক্তিযোদ্ধা ডা : ছালেক চৌধুরী।
পূজা মন্দির পরিদর্শনে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী বলেন, দেশে সংখ্যালঘু বলতে কেউ নেই। আমরা সবাই এ দেশের নাগরিক। আপনারা নির্বঘ্নে আপনাদের দূর্গা উৎসব উদযাপন করবেন। আমরা সব সময় আপনাদের পাশে আছি। পূজা মন্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা দূর্গা মন্দির পাহারায় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছে এবং মন্দির কমিটির কাছে অনুরোধ করেন যাতে তাদের যেকোনো সমস্যা হলে তাকে সঙ্গে সঙ্গে অবহিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার পাইম চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশা, উপজেলা যুবদলের আহবায়ক মনজুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন গাজী পলাশ ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী সহ বিএনপি ও যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :