ময়মনসিংহের নান্দাইলে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তাসহ সামাজিক সম্প্রীতি বজায় রাখতে পূজামণ্ডপে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পূজামণ্ডপ এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সার্বক্ষণিক সেনাবাহিনী,পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রয়েছে ভলেন্টিয়ার সদস্য।
নান্দাইলে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে কথা বলে জানা যায়,পূজার শুরু থেকেই নান্দাইল মডেল থানার পুলিশ পূজামণ্ডপ গুলোতে পরিদর্শন বাড়িয়েছে,প্রতিদিন পুলিশ টহল দিচ্ছে।
নান্দাইলে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর ইশরাকুল হক,ইউএনও অরুন কৃষ্ণ পাল, সহকারী কমিশনার (ভূমি)ফয়জুর রহমান ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ সার্বক্ষনিক পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ বলেন, নান্দাইলে পূজা মন্ডপগুলো পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি। পূজামন্ডপগুলো দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা বিষয়ে দিকনিদের্শনা প্রদান করছি। নান্দাইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, পূজামন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।সুন্দর পরিবেশে পুজা উদযাপন হচ্ছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :