নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের কান্দাইল, পাঁচদোনা, ভাটপাড়া, ভিরিন্দা ও সান্তানপাড়াসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক পূজামন্ডপে পূজা আর্থিক অনুদান বিতরণ করেন।
এসময় ড.আব্দুল মঈন খান বলেন, পরিকল্পিতভাবে একটি মিথ্যে গল্প বানানোর চেষ্টা করা হয়েছিলো। বাংলাদেশে নাকি এবার দূর্গোৎসব করা যাবে না। দূর্গোৎসব করতে গেলে বিভিন্ন পূজামন্ডপে সমস্যা হবে। অথচ দেখুন শান্তিপূর্ণ পরিবেশে হিন্দুদের অনুষ্ঠানে মুসলমানরা যায়, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা যায়। হিন্দু, মুসলমান হাত ধরে হাঁটবে এটাই বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য নিয়েই আমরা বড় হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত কুমার দত্ত প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :