পূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘন্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই এলাকার হুমাউনের ছেলে হুজাইফা (১০)। এর আগে শুক্রবার দুপুরে পাড়ার মন্দিরে পূজা দেখতে গিয়ে শিশু দুটি নিখোঁজ হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে তাসিফ ও হুজাইফা পাড়ার একটি মন্দিরে পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে দুই পরিবারের সদস্যরা তাদের আর কোনো খোঁজ পায়নি। সন্ধ্যায় বাড়ি না ফিরলে দুই পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করে।
একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মাথাভাঙ্গা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ আঠারখাদা গ্রামে মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :