নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিজয়ী দশমীতে জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু।
শনিবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখোর ও পানিহাড়া সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে যান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে ৫৮ টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়।
পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে সাজ্জাদ হোসেন টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বার্তা ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা বার্তা পৌঁছানো হয়। শক্তি নয়, হিংসা নয়, উদরতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর, পোরশা, সাপাহারে এমন রাজনৈতিক করতে চায় যাতে কোন ভেদাভেদ থাকবে না। প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনবে। তারেক রহমান বলেছে বাংলাদেশের সব নাগরিক ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করবে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সকল ধর্মের লোকদের নিয়ে দেশে একটা দুর্নীতিহীন সরকার গঠন করতে হবে। দেশের সকল নাগরিকের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :