AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইল লিটন স্যারের স্পেশাল ইংলিশ কেয়ারের উদ্ধোধন


নান্দাইল লিটন স্যারের স্পেশাল ইংলিশ কেয়ারের উদ্ধোধন

ময়মনসিংহের নান্দাইলে লিটন স্যারের স্পেশাল ইংলিশ কেয়ারের উদ্ধোধন করা হয়েছে।উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে নান্দাইল মডেল থানার সামনে পুরাতন কৃষি ব্যাংক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মোশারফ কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজী, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি মো.সেলিম ভূঁইয়া,প্রেসক্লাব নান্দাইল এর সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান কাজল, শিক্ষার্থী মেহেদী হাসান শামীম,সুমন আহমেদ রেজভী,মো.তাজুল ইসলাম, ফজলে আরাফাত হৃদয়, ফুয়াদ হাসান সহ প্রমুখ।

বক্তরা নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. জহিরুল ইসলাম লিটন এম.এ (ইংরেজী),বি.এড (First Class) এর শিক্ষকতার মাধ্যমে নান্দাইলে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার  ব্যাপক প্রশংসা করেন। সেই সাথে স্পেশাল ইংলিশ কেয়ারের সফলতা কামনা করেন।

এসময় লিটন স্যারের স্পেশাল ইংলিশ কেয়ার (নান্দাইল প্রি ক্যাডেট স্কুল) ৬ষ্ট থেকে ৯ম শ্রেণী একাডেমি ব্যাচ★ এস.এস.সি প্রস্তুতি ব্যাচ★ একাদশ, দ্বাদশ ও HSC প্রস্তুতি ব্যাচ★ B.A (Pass) English Batch★B.A( Compulsory English Batch সহ ৫ টি ব্যাচে শিক্ষার্থী ভর্তির ব্যাচের উদ্ধোধন করেন।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!