AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হল কৃষকের জমির ধান


বিষ দিয়ে পুড়িয়ে দেয়া হল কৃষকের জমির ধান

জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের ফসলি জমিতে রাসায়নিক (বিষ) প্রয়োগ করে ৩ বিঘা আমন ‘ধানক্ষেত’ নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শুক্রবার রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের কুমারিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মো. দুলাল মিয়া বিষয়টি অভিযোগ করে সাংবাদিকদের জানান।

ভুক্তভোগীর অভিযোগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, কাজিপুরের উত্তর কুমারিয়াবাড়ী গ্রামের মৃত ছায়েদ আলী উরফে ছাক্কু মন্ডলের দুই স্ত্রী ছিল। তার প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বন্টন নিয়ে বিরোধ চলে আসছে। এলাকায় এই নিয়ে একাধিকবার সালিশ বিচার হলেও কেউ মীমাংসা মানেনি।

গত ১১ অক্টোবর শুক্রবার রাতে বিরোধপূর্ণ জমিতে লাগানো ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ধান গাছ মেরে ফেলে একই এলাকার জালাল উদ্দিনের ছেলে শহীদ মিয়া ও রফিক মিয়ার পরিবারের লোকজন। এতে দুলাল মিয়ার দখলে থাকা (৩ বিঘা) জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়।

অভিযোগ করে কৃষক দুলাল মিয়া বলেন- এই মৌসুমে প্রায় ৪০ হতে ৫০ মণ ধান হতো। সেই ফসল তারা নষ্ট করে ফেলেছে। এখন স্ত্রীর সন্তান নিয়ে কিভাবে চলবো। এই অন্যায়ের সঠিক বিচার চান তিনি।

এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। ভুক্তভোগী কৃষক দুলালের ভাই বিল্লাল হোসেন বলেন, ‘বিবাদীরা আমাদের সৎ ভাই ও ভাতিজা। জালাল উদ্দিন ও শাহ আলীর নেতৃত্বে তারা আমাদের বাবার পৈত্রিক সম্পত্তির বন্টন বুঝিয়ে না দিয়ে বারবার চাষাবাদকৃত ফসলাদি তারা কেটে নিচ্ছে এবং বিভিন্নভাবে নষ্ট করে ফেলছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ বিচার দাবি করেন তারা।

এ-বিষয়ে অভিযুক্ত রফিক মিয়া বলেন-অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা তাদের জমিতে বিষ দেইনি। আমাদের জমিতেই আমরা সার-বিষ দিয়েছি। তারা নিজেরাই অতিরিক্ত কীটনাশক বিষ দিয়ে আমাদের ফাঁসানো চেষ্টা করছে। আমরাও এর সঠিক তদন্তের দাবি জানাই।


এ-ব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘ এমন ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!