‘আগামী প্রজন্মকে সক্ষম করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এ শ্লোগানকে সামনে নিয়ে রবিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপণা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে র্যালি, আলোচনাসভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনাসভায় মিলিত হয় ।
আলোচনাসভা শেষে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের অংশগ্রহনে তাদের নৈপূণ্যপূর্ণ কলাকৌশল প্রদর্শন করেন। ভূমিকম্পে আহত শিশুদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণ, গ্যাসের চুলায় অগ্নিকান্ড নির্বাপণ, বসতঘরে অগ্নিকান্ড নির্বাপণসহ বিভিন্ন বিষয়ে কলাকৌশল প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মুসাফির নজরুল, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাকের শ্রীপুর উপজেলা প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু, স্টেশন লিডার জাহাঙ্গীর আলমসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীগণ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :