AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় বাঁশের ব্যাড়া


ভাঙ্গায় মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তায় বাঁশের ব্যাড়া

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক অসহায় মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছেন ভুক্তিভোগী মুক্তিযোদ্ধা আজিজ খলিফা। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামে।

প্রত্যক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ আজিজ খলিফা তিনি তার জন্মের পর থেকে পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন। তার চাচা সোহরাব খলিফা পূর্ব সাইড দিয়ে ইটের প্রাচীর নির্মাণ করে তার অংশে সে বক দখল করে। মুক্তিযোদ্ধা আজিজ খলিফা তিনি পশ্চিম পাশ দিয়ে ভোগ দখল করে আসছেন। হঠাৎ সোহরাব খলিফা ও আমির খলিফা তাদের ঘরের সামনে বাঁশ দিয়ে আটকে দিয়েছেন। তারা এখন টয়লেটে পর্যন্ত যেতে পারছেন না।ঘর থেকে বের হতে পারছেন না। গ্রামের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা পাইনি মুক্তিযোদ্ধা আজিজ খলিফা। এলাকাবাসী তার চাচার ভয়ে কেউ বলতে সাহস পাচ্ছে না। বৃদ্ধ আজিজ খলিফা ভাংগা থানায় অভিযোগ দিয়েছেন তারপরেও পুলিশ কোন সুরাহা করে দেননি বলে তার অভিযোগ।

আজিজ খলিফা বলেন, আমার গাছ কেটে নিয়েছে আমি মামলা করতে চাই কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না, আমার চাচা আমার রাস্তা বন্ধ করে দিয়ে আমাকেও আমার পরিবারকে গৃহবন্দী করে রেখেছে আমরা এর বিচার চাই।

সোনাময়ী গ্রামের এক বৃদ্ধা খোরশেদ আলম জানান, ‘শত্রুকে কেউ এভাবে আটকায় না, যেভাবে আটকিয়েছে আজিজ কে। টাকার গরমে এরা মানুষকে মানুষ মনে করে না।  সোহরাব খলিফা এরা গ্রামবাসীকেও ইজ্জত দেয় না। আমরা গ্রামবাসী নিন্দা জানাই ‘

এদিকে ভাংগা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানান, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।,

তদন্তকারী অফিসার এনামুল হক জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি উভয়পক্ষকে মীমাংসা করার জন্য একটা ডেট দিয়েছি। কাগজপত্র দেখে বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!