AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারের পাশে আত-তাকওয়া ফাউন্ডেশন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর
০৯:৪৫ পিএম, ১৩ অক্টোবর, ২০২৪
শেরপুরে বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারের পাশে আত-তাকওয়া ফাউন্ডেশন

ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে শেরপুরে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়ে এলাকাবাসী। পাহাড়ি সব নদীর পানি কমতে শুরু করলেও সদর ও নকলা উপজেলায় ধীরগতিতে নামছে পানি। আর বন্যায় প্রায় ৫০ হাজার হেক্টর আবাদি জমি তলিয়ে যায়। ফলে কৃষকের স্বপ্নও সেই ঢলের পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ বিতরন করেছে অন্যান্য সংগঠনের পাশাপাশি আত- তাকওয়া সংগঠনটি ৷

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে লতারিয়া আত- তাকওয়া সংগঠনটির উদ্যোগে শেরপুরের সদর উপজেলার ধলা ইউনিয়নের সাগরপাড়া গ্রামের  বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ উপকরন বিতরন করা হয় । এতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে চাউল, ডাউল, আলু, পিয়াজ, তৈলসহ মোম, গ্যাস লাইট ও ঔষধীয় উপকরনসমুহ ছিলো বলে জানানো হয়েছে ৷

এসময় উপস্থিত ছিলেন- আত- তাকওয়া ফাউন্ডেশনের পরিচালক মো: আবদুল্লাহ অনিক, সহকারি পরিচালক মো: মুরাদ মিয়া৷ সদস্যদের মধ্যে রনি, জুয়েল, মনির, মিলন, কালাম, রায়হান, হুসাইন, শাহিন, রমজান। এছাড়াও উপস্থিত ছিলেন, রক্তদানে আমরা শেরপুর এর অন্যতম সদস্য মো: মোরশেদুল হক, মো: নাঈম হুসেন, ইমন, রাকিব, আশরাফুল ৷

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!