সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে এক ঐতিহ্যবাহী দাবা খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় মুক্তিযুদ্ধা কমান্ড কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ।
এসময় মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড ও দাবা প্রতিযোগিতা ম্যাচ এর সভাপতি শাহিন রেজা`র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এমদাদুল হক এর সঞ্চালনায় বক্তব্য দেন, প্রধান অতিথি মধ্যনগর থানার ওসি`র প্রতিনিধি এসআই এনামুল হক মিঠু , বিশেষ অতিথি মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান, মুক্তিযুদ্ধা সন্তান রেউজোয়ান আহমেদ, খেলা পরিচালক নিগম ভট্টাচার্য, মস্তফা কামাল, তোয়াসিল আহমেদ প্রমুখ।
খেলার অংশগ্রহণকারী সকল খেলোয়াড়গন, পিকচার ঘোষিত অনুযায়ী খেলা শুরু হয়। যেমন নক আউট পদ্ধতি ও আন্তর্জাতিক পদ্ধতিতে এবং টার্চ এন্ড মুভে শুরু হয়েছে । খেলার শুরুতে ২ সৈনিক একসাথে দেওয়া যাবে না, রাজা গুটি শূন্য হলে ১৬ চালের মধ্যে খেলা শেষ করতে হবে। ১ম ও ২য় রাউন্ডে ৩ টি খেলা অবশ্যই ৩ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং যেকোনো সমস্যার সমাধান কমিটির সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে। দ্বিতীয় রাউন্ড ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল ১৬ অক্টোবর বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও ২য় রাউন্ডের বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে খেলার পিকচার নির্ধারন করা হবে। সেমিফাইনাল ১৯ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। এবং কোয়ার্টারফাইনালে বিজয়ীদের মধ্যে লটারি দিয়ে খেলার পিকচার নির্ধারন করা হবে। ফাইনাল খেলা সেমিফাইনালের বিজয়ীদের মধ্যে ২২ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।
এসময় বক্তারা বলেন,ক্রীড়া ও সাংস্কৃতিক প্রচলনের মাধ্যমে সমাজের অপরাধ দূরীকরণ ও সুশীল সমাজ গড়তে সহায়তা করবে। পরিশেষে এসআই এনামুল ও প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান খেলাটির শুভ উদ্বোধন করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :