চলনবিলাঞ্চলে কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চলনবিল অধ্যুষিত পাবনা,নাটোর,সিরাজগঞ্জ অঞ্চলের শতাধিক এনজিও প্রধান ও তাদের প্রতিনিধি অংশগ্রহণ করেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান। এতে শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান,মাদক,নারী উন্নয়ন,পরিবেশ বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা করা আঞ্চলিক,জাতীয় ও আর্ন্তজাতিক মানের এনজিও প্রধান ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান বলেন, শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান,মাদক,নারী উন্নয়ন,পরিবেশ নিয়ে প্রতিটি এনজিও আলাদা আলাদাভাবে কাজ করলেও সামাজিক,অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিদেশী দাতা সংস্থা কিংবা দেশের আভ্যন্তনির উৎস থেকে প্রাপ্ত অর্থের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে হবে। যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে প্রতিটি নাগরিককে দক্ষ জনশক্তিতে পরিনত করতে এনজিওদের আরো বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে। সমাহের একটি বিষয়ের সাথে আরেকটি সংযুক্ত।
সভায় আঞ্চলিক এনজিওগুলোর আর্থিক সমস্যা সমাধান,নবায়ন ফি হার কমানো, নিবন্ধন শর্তসমুহ সিথিল করা,দাতা সংস্থার অনুদান বৃদ্ধিসহ নানা সমস্যা ও সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় এনজিও প্রতিনিধি ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :