নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষনে অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
১৪ ই (অক্টোবর)সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ” মেঘনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় নদীতে ১ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তবে কোনো জেলেকে আটক করা যায়নি।
এসময় উপস্থিত ছিলেন,বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো:আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ফিন্ড এ্যাসিসটেন্ট মোস্তাফিজুর রহমান সহ পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে এনে পুড়িয়ে দেওয়া হয় ও মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :