AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনে ধাক্কা খেয়ে হাতি আহত


কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনে ধাক্কা খেয়ে হাতি আহত

কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলিফ্যান্ট ওভারপাস এলাকায় দলছুট একটি বন্য হাতি ওই ট্রেনের সজোরে ধাক্কা খেয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। গুরুতরভাবে আহত হয়ে তার ডান পা ভেঙ্গে গেছে হাতিটির বয়স ১০ বছর বর্তমানে হাতিটি ওই এলাকায় পড়ে আছে।

জানা যায়, গতকাল ১৩ অক্টোবর রবিবার  চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় সন্ধ্যা ৭ টার দিকে  ৬ জনের একটি হাতির পাল বিচরণ করছিল সেখান থেকে অপ্রাপ্তবয়স্ক একটি স্ত্রী হাতি দলছুট হয়ে পড়ে। পরবর্তীতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় (রেল লাইনের উপর দিয়ে হাতি পারাপারের পথ) তার উত্তর পাশে রেললাইনের পাশে অবস্থান করায় গতকাল রাত ৯ টার দিকে ট্রেনের সজোরে ধাক্কা খেয়ে বাচ্চা মেয়ে হাতিটি পাশ্ববর্তী খাদে পড়ে যায় এবং তার ডান পা ভেঙ্গে যায়। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, দোহাজারী কক্সবাজার রেললাইনে হাতিটি টেনে ধাক্কা খেয়ে পড়ে তার সরু চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে দেখতে পায় হাতিটিকে পেছন দিক থেকে ট্রেনটি ধাক্কা দেয়। পাশের খাদে লুটিয়ে পড়ে গুরুতরভাবে আহত হয় আমরা হাতিটিকে প্রাথমিক ভাবে ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্কের ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা দিচ্ছি এবং বিষয়টি উধ্বর্তন কর্মকর্তারা অবহিত করা হয়েছে তারা এসে প্রায়জনীয় পদক্ষেপ নিবেন।

উল্লেখ্য যে,দোহাজারী কক্সবাজার রেললাইনের ওই এলাকায় (রেললাইনের উপর দিয়ে হাতি পারাপারের জন্য ওভারপাস থাকা সত্ত্বেও) কিভাবে হাতিটি রেললাইনে এলাকায় ঢুকে দুর্ঘটনায় পতিত হয় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এনএস

 

Link copied!