নেত্রকোনার কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়ন বিএনপি`র পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করেছে উপজেলা বিএনপি। ১৪ অক্টোবর(সোমবার) সন্ধ্যার দিকে উক্ত কমিটি বিলুপ্ত করা হয়। সাংগঠনিক অদক্ষতার কারণে কেন্দুয়া উপজেলার ১৩ নং পাইকুড়া ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি বাতিল করেছে কেন্দুয়া উপজেলা বিএনপি।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু স্বাক্ষরিত একপত্রে পাইকুড়া ইউনিয়ন বিএনপির এই কমিটি বিলুপ্ত করা হয়। দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও পত্রে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। সাংগঠনিক অদক্ষতার কারণে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য গত ৩ অক্টোবর ( বৃহস্পতিবার )পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঞার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেল উদ্ধারসহ তাকে আটক করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। তারই পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর (শুক্রবার) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ নীতি বিরোধী কাজ করায় তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :