সারা দেশের ন্যায় ২০২৪ সালের ময়মনসিংহ বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।ফলাফলে দেখা যায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে শতভাগ পাস করেছে।এই প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল একজন এবং একজনই পাস করেছে। আর জিপিএ - ৫ পেয়েছে ১৯ জন।এর মধ্যে কেন্দুয়া সরকারি কলেজ থেকে ১৭ জন,সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ও পারভিন সিরাজ মহিলা কলেজ থেকে ১ জন জিপিএ -৫ পেয়েছে।
এবছরের উচ্চ মাধ্যমিকের সার্বিক ফলাফলে দেখা যায় উপজেলার আটটি কলেজ থেকে ১৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৮৯ জন। পাসের হার ৫৩.২৭%।
কলেজ ভিত্তিক ফলাফলে দেখা যায় কেন্দুয়া সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ৮৭২ জন,পাস করেছে ৫২২ জন,পাসের হার ৫৯.৮৬%,গন্ডা ডিগ্রি থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৬২ জন,পাস করেছে ৯৬ জন,পাসের হার ৫৯.২৬%,সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১৯১ জন,পাস করেছে ৮১ জন,পাসের হার ৪২.৪১%,পারভিন সিরাজ মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১১৩ জন,পাস করেছে ৪০ জন,পাসের হার ৩৫.৪০%,গোপালপুর কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১১ জন,পাস করেছে ০৩ জন,পাসের হার ২৭.২৭%,জনতা কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১১ জন,পাস করেছে ০৮ জন,পাসের হার ৭২.৭৩%,গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ০১ জন,পাস করেছে ০১ জন,পাসের হার ১০০%,মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছিল ১২০ জন,পাস করেছে ৩৮ জন,পাসের হার ৩১.৬৭%।
উল্লেখ্য এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৬৩.২২%।
গড়াডোবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন আমাদের প্রতিষ্ঠান থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় একজন অংশ নিয়ে একজনই পাস করেছে।এতে আমরা খুবই খুশি। তিনি আরো বলেন আমাদের এখানে শিক্ষার্থী যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী ভর্তি হলেও পরে তারা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে অন্য প্রতিষ্ঠানে চলে যায়।শিক্ষার্থী যাতে আরও বাড়ানো যায় সে চেষ্টা আমাদের থাকবে।
কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম বলেন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে এবং জিপিএ -৫ পেয়েছে ১৯ জন।তবে ফলাফল আশানুরূপ হয় নাই। আগামীতে যাহাতে ফলাফল ভালো হয় সে জন্য সঠিক দিক নির্দেশনা দেয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :