খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে স্বর্ণকুমার ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে স্হানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ।
নিহত উপজেলার জামতলীর পোমাং পাড়া এলাকার স্হানীয় মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত ২টার দিকে দীঘিনালা উপজেলার জামতলী এলাকার পোমাং পাড়ায় থেমে থেমে গুলির শব্দ শোনা যায়,ভয়ে আতংকিত হয়ে এলাকাবাসী ঘর থেকে বের হয়নি। তিনি গ্রাম পাহারার কাজে নিয়োজিত ছিলো বলে জানা যায়। তবে কে বা কারা তাকে গুলি করে ফেলে চলে যায় তা আমরা জানিনা।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের নিজ এলাকা হতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যা কান্ড ঘটানো হতে পারে। নিহতের শরীলে পাঁচ রাউন্ড গুলির চিহ্ন পাওয়া গেছে। এবিষয়ে আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানান তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :